বর্তমানে আতর ব্যবহারকারীদের বড় একটি অংশ পার্ফিউম ক্যাটাগরির আতর ব্যবহার করে।অয়েলগুলো বিভিন্ন নামীদামী পার্ফিউমগুলো থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয় তাই ঘ্রাণগুলো হয় চমৎকার। কিন্তু অনেকের এই একটা অভিযোগ- ভাই,স্মেল সুন্দর কিন্তু লাস্টিং যে ২-৪ ঘন্টা পাই বা আরো কম।কি কারণে হতে পারে??
আমার স্বল্প জ্ঞান থেকে এর কিছু কারণ আপনাদের জানাই….
- দিনে শুধু একবার ব্যবহার করবো এবং সারাদিন ঘ্রাণ পাবো এই ধরণের চিন্তাভাবনা রাখলে।
- খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলে।
- পরিষ্কার জামায় ব্যবহার না করলে।
- অতিরিক্ত ঘামানোর ফলে।
- সঠিকভাবে ব্যবহার করার উপায় না জানলে।
- লোকাল,বাজে কোয়ালিটির অয়েল ইউজ করলে।
- অরিজিনাল পার্ফিউমের সাথে লাস্টিং,প্রজেকশন ইত্যাদির ১০০% সিমিলারিটি খুঁজলে।
এছাড়া আরো অনেক কারণ আছে,আমি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম।কিছু জিনিস আমাদেরও বুঝা লাগবে যেমন- সবার শরীর ভিন্ন, সবার কাছে একটি আতর বা পার্ফিউম একই রকমের লাস্টিং,প্রজেকশন,পার্ফরম্যান্স দিবে না।তাছাড়া অনেক দামী ও নামকরা পার্ফিউম ও সবসময় ভালো লাস্টিং করে না।তাছাড়া ম্যাক্সিমাম পার্ফিউমগুলো বানানো হয় বিদেশে,যেইখানে ওয়েদার থাকে ঠান্ডা তাই সেইখানে অনেক ভালো লাস্টিং পাওয়া যায় অন্যদিকে আমাদের দেশের ওয়েদার অনুযায়ী ২-৪ঘন্টা পাওয়াও আমাদের ভাগ্যের ব্যাপার।তাই দরকার হলে অল্প করে ব্যবহার করবেন কিন্তু প্রতি নামাজের পরে অথবা দিনে মিনিমাম ২বার ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন ইংশাআল্লাহ।