Blogs & Forum
আতরের লাস্টিং কেন কম হয়?
বর্তমানে আতর ব্যবহারকারীদের বড় একটি অংশ পার্ফিউম ক্যাটাগরির আতর ব্যবহার করে।অয়েলগুলো বিভিন্ন নামীদামী পার্ফিউমগুলো থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয় তাই ঘ্রাণগুলো হয় চমৎকার। কিন্তু অনেকের এই একটা অভিযোগ- ভাই,স্মেল সুন্দর কিন্তু লাস্টিং যে ২-৪ ঘন্টা পাই বা আরো কম।কি কারণে হতে পারে??
আমার স্বল্প জ্ঞান থেকে এর কিছু কারণ আপনাদের জানাই….
- দিনে শুধু একবার ব্যবহার করবো এবং সারাদিন ঘ্রাণ পাবো এই ধরণের চিন্তাভাবনা রাখলে।
- খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলে।
- পরিষ্কার জামায় ব্যবহার না করলে।
- অতিরিক্ত ঘামানোর ফলে।
- সঠিকভাবে ব্যবহার করার উপায় না জানলে।
- লোকাল,বাজে কোয়ালিটির অয়েল ইউজ করলে।
- অরিজিনাল পার্ফিউমের সাথে লাস্টিং,প্রজেকশন ইত্যাদির ১০০% সিমিলারিটি খুঁজলে।
এছাড়া আরো অনেক কারণ আছে,আমি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম।কিছু জিনিস আমাদেরও বুঝা লাগবে যেমন- সবার শরীর ভিন্ন, সবার কাছে একটি আতর বা পার্ফিউম একই রকমের লাস্টিং,প্রজেকশন,পার্ফরম্যান্স দিবে না।তাছাড়া অনেক দামী ও নামকরা পার্ফিউম ও সবসময় ভালো লাস্টিং করে না।তাছাড়া ম্যাক্সিমাম পার্ফিউমগুলো বানানো হয় বিদেশে,যেইখানে ওয়েদার থাকে ঠান্ডা তাই সেইখানে অনেক ভালো লাস্টিং পাওয়া যায় অন্যদিকে আমাদের দেশের ওয়েদার অনুযায়ী ২-৪ঘন্টা পাওয়াও আমাদের ভাগ্যের ব্যাপার।তাই দরকার হলে অল্প করে ব্যবহার করবেন কিন্তু প্রতি নামাজের পরে অথবা দিনে মিনিমাম ২বার ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন ইংশাআল্লাহ।